বাবু,চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
রানা মাস্টার স্মৃতি সংসদ ও ভূমিহীন উন্নয়ন সংস্থা এলডিও’ র উদ্যোগে ২২ জানুয়ারি শুক্রবার সকাল ১০ ঘটিকায় পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম হাই স্কুল মাঠে অসহায় অসুস্থ, দুস্থ প্রতিবন্ধী, বিধবা শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রায়াত বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাষ্টারের বড় সন্তান ভূমিহীন উন্নয়ন সংস্থা এলডিও’র নির্বাহী পরিচালক মোঃ নুরে আলম সিদ্দিকী মন্জুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক মোঃ নুরে আলম মেহেদী বলেন, খেটে খাওয়া, অসুস্থ, দুস্থ প্রতিবন্ধী, বিধবা মানুষেরা বিভিন্ন জায়গায় অসহায়ের মতো শীতের কষ্টে দিনযাপন করছে।
শীতবস্ত্রের অভাবে অনেক কষ্টে রাত কাটায় তারা। শীতে করোনার প্রার্দুভাব বৃদ্ধি পাবে। তাই আমরা তাদের মাঝে শীত বস্ত্র দেওয়ার মাধ্যমে শীতের উষ্ণতা দেওয়ার চেষ্টা করেছি। তাদের সেবায় আমাদের এই আয়োজন। শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রায় ৩’শ জন অসহায় মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন সাংবাদিক আব্দুল লতিফ রন্জু, বিশিষ্ট ব্যবস্থায়ী কদরুল ইসলাম মল্লিক, লিটন বিশ্বাস, মেহেদী হাসান সুজন, জাহাঙ্গীর আলম হানা সহ এলডিওর কর্মকর্তা, কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম