রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে আবেদন গ্রহন শুরু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদ থেকে ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র বরাবরে আবেদনপত্র দাখিল করেছেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তপন বসু। উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাতের মাধ্যমে আবেদনপত্র দাখিল করা হয়।
গৈলা ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছেন বর্তমান চেয়ারম্যান টিটু তালুকদার, সাবেক ছাত্রনেতা আনিচ সেরনিয়াবাত, ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাতসহ অন্যান্যরা। এছাড়াও অন্যান্য ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক নেতাকর্মীরা তাদের আবেদনপত্র জমা দিয়েছেন। অপরদিকে গৌরনদী উপজেলার সাত ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচন করতে ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৫ জানুয়ারীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের দপ্তরে আবেদনপত্র জমা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এবিষয়ে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত জানান, বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীন ও সুশৃংখল সংগঠন। তাই দলে নেতা-কর্মীর সংখ্যা অনেক বেশী। এক্ষেত্রে নির্বাচনকে ঘিরে দলের মনোনয়ন পেতে আগ্রহী অনেকেই। অধিক সংখ্যক প্রার্থীদের মধ্যে থেকে গ্রহনযোগ্য প্রার্থী যাচাই-বাছাই করতে এ সিদ্ধান্ত নিয়েছেন দলের হাই কমান্ড।
তিনি আরও জানান, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র নির্দেশে ইতিমধ্যে আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীরা তাদের রাজনৈতিক কর্মকান্ড উল্লেখ করে আবেদন জমা দিয়েছেন।
CBALO/আপন ইসলাম