শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

রাঙামাটি পৌরসভা নির্বাচনে একমাত্র স্বতন্ত্র মেয়র প্রাথীর মনোনয়ন বাতিল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২০ জানুয়ারি, ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা প্রতিনিধি:

গতকাল মঙ্গলবার ১৯ জানুয়ারি রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচন-২০২১ সংরক্ষিত (মহিলা) আসন, কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থীদের মনোনয়র পত্র বাছাই সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় রাঙামাটিতে অনুষ্ঠিত হয়।সকাল ৯টা থেকে সংরক্ষিত (মহিলা) আসন, কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থীদের মনোনয়র পত্র বাছাই অনুষ্ঠানে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচন-২০২১ এর রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুর রহমান, সদর উপজেলাা নির্বাচন অফিসার ও রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচন-২০২১ এর সহকারী রিটানিং অফিসার জাহিদুল ইসলাম ও রাঙামাটি জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার উপস্থিত ছিলেন।

এসময় মো. আব্দুল মান্নান রানা (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), প্রজেস চাকমা (জাতীয় পাটি-এরশাদ), মো. মামুনুর রশিদ (বিএনপি), মো. আকবর হোসেন চৌধুরৗ (বাংলাদেশ আওয়ামী লীগ) ৪ জন মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুর রহমান।

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক অমর কমার দে (স্বতন্ত্র) মেয়র পদপ্রার্থী মনোনয়ন ফরমে অবিবাহিত উল্লেখ করলেও হলফনামায় সম্পদের তালিকায় তার স্ত্রীর নামে ১০ ভরি স্বর্ণ উল্লেখ থাকায় (হলফনামায় মিথ্যা তথ্য উল্লেখ করায়) সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচন-২০২১ এর রিটানিং অফিসার একমাত্র স্বতন্ত্র মেয়র প্রার্থী মনোনয়ন পত্রটি বাতিল ঘোষণা করেন।

এছাড়া রাঙামাটি পৌরসভা নির্বাচনে সংরক্ষিত (মহিলা) আসনে ১ (১,২,৩) নং ওয়ার্ডে ছালেহা আক্তার, জয়শ্রী দে, জয়তুন নুর বেগম, জোসনা বেগম, রুপসী দাশ গুপ্তা, ২ (৪,৫,৬) নং ওয়ার্ডে অন্তরা সেন, নাসিমা বেগম, নির্মলা বেগম, মোর্সেদা আক্তার, রাবেয়া বেগম, রোকসানা আক্তার, লাকী চাকমা, ৩ (৭,৮,৯) নং ওয়ার্ডে জুবায়তুন নাহার, পূর্ণিমা বড়ুয়া, প্রজ্ঞা জ্যোতি চাকমা, বাবলী ইয়াসমীন, মনিকা আক্তার, মিস মুক্তা আক্তার ও সীমা দেওয়ান। ১৯জন সংরক্ষিত কাউন্সিলর পদ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।

সংরক্ষিত (মহিলা) আসনে ২ (৪,৫,৬) নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদ প্রার্থী সোমা বেগম (পূর্ণিমা) ঋণ খেলাপি থাকায় সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচন-২০২১ এর রিটানিং অফিসার সংরক্ষিত কাউন্সিলর পদ প্রার্থীর মনোনয়ন পত্রটি বাতিল ঘোষণা করেন।

রাঙামাটি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে মিজানুর রহমান চৌধুরৗ, মো. হেলাল উদ্দীন, ২ নং ওয়ার্ডে আব্দুল মালেক, মো. করিম আকবর, মো. মোসলেহ উদ্দীন ও রতন দেব, ৩ নং ওয়ার্ডে নেয়াজ আহমেদ, পুলক দে, বিপ্লব দাশ, বিমল বড়ুয়া, মামুন, সুশীল জীবন চাকমা, ৪ নং ওয়ার্ডে নুরন্নবী, মো. ওমর ফারুক (আলমগীর), মো. বেলাল হোসেন, মো. মিজানুর রহমান বাবু, মো. শহীদ চৌধুরৗ, মো. সাইফুল আলম রাশেদ, ৫ নং ওয়ার্ডে অজিত দাশ, আশীষ কুমার আসাম, গোপাল তঞ্চঙ্গ্যা, বাচিং মারমা, মো. তোহিদুল আলম মামুন, মো. নুরুল আবছার, ৬ নং ওয়ার্ডে পলাশ কুসুম চাকমা, মো. আলমগীর, মো. জালাল সিকদার, রবি মোহন চাকমা, রবীন্দ্র চাকমা, সজীব চাকমা, ৭ নং ওয়ার্ডে জামাল উদ্দীন, মো. রবিউল আলম রবি, ৮ নং ওয়ার্ডে কালায়ন চাকমা, তরুন চাকমা, নয়ন রায়, বিমল বিশ্বাস, মির্জা মাসুদ রানা ৯ নং ওয়ার্ডে চন্দ্রজিৎ দেওয়ান, বিদ্যুৎ আলো চাকমা, মো. নুরুল আলম, মো. রেজাউল করিম মিন্টু (মোল্লা), মো. বিল্লাল হোসেন ও সন্তোষ কুমার চাকমাসহ ৪২জন কাউন্সিলর পদ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।

আগামী ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ জানুয়ারি প্রতিক বরাদ্ধে কথা ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচন-২০২১ এর রিটানিং অফিসার মোহাম্মদ শফিকুর রহমান।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর