মোঃ আব্দুল আজিজ ভাংগুড়া প্রতিনিধি:
পাবনার ভাংগুড়ায় অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভাংগুড়া পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। মেয়র এবং সাধারণ আসনের কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ জন করে নির্বাচিত হন। ৪ নং ওয়ার্ডে একজন প্রার্থী মারা যাওয়ার কারণে স্থগিত ঘোষণা করেন । বাকি ৭ ওয়ার্ডে ৭ জন সাধারণ ও সংরক্ষিত মহিলা আসনে ৩ জন কাউন্সিলর নির্বাচনের লক্ষ্যে আজ ১৬ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্ৰহন করা হয়।
ভাংগুড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বেসরকারি ভাবে যাদেরকে নির্বাচিত ঘোষনা করেছেন তারা হলেন, ১ নং ওয়ার্ডে মোঃ ইব্রাহীম হোসেন ইমরান,(পাঞ্জাবি) মার্কা ২ নং ওয়ার্ডে মোঃ শহিদুল ইসলাম, (পানির বোতল) মার্কা,৩ নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ৪ নং ওয়ার্ডে স্থগিত ঘোষণা, ৫ নং ওয়ার্ডে ফরিদ আহমেদ (টেবিল ল্যাম্প) মার্কা, ৬ নং জহুরুল ইসলাম (উটপাখি) মার্কা, ৭ নং ওয়ার্ডে মোঃ রফিকুল ইসলাম (পানির বোতল) মার্কা , ৮ নং ওয়ার্ডে মোঃ মোজাম্মেল হক বিশু( উট পাখি) মার্কা, ৯ নং ওয়ার্ডে মোঃ সুলতান আহমেদ (উটপাখি)মার্কা আর সাধারণ সংরক্ষিত মহিলা আসনের ১,২,৩, ওয়ার্ডের মোছাঃ রাজিয়া খাতুন (টেলিফোন) মার্কা, ৪,৫,৬, নং ওয়ার্ডে মোছাঃ ছালমা খাতুন (আনারস) মার্কা, ৭,৮,৯, নং ওয়ার্ডে মোঃ রাবেয়া বেগম (চশমা) মার্কা, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্ৰহন হয়েছে, আইন শৃংখলার কোন অবনতি ঘটেনি।
CBALO/আপন ইসলাম