শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

খাগড়াছড়ি পৌরসভার নতুন মেয়র নির্মলেন্দু চৌধুরী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১, ৮:১১ অপরাহ্ণ

বেলাল হোসাইন,খাগড়াছড়ি:

সদ্য অনুষ্ঠিত খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র পদে জয়লাভ করেছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৯৩২৫ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গত দুই বারের পৌর মেয়র মো. রফিকুল আলম বিদ্রোহী প্রার্থী হিসেবে মোবাইল প্রতীকে পেয়েছেন ৮৬৪৭ ভোট। জয় লাভ করার পর নির্মলেন্দু চৌধুরী নিজের মতামত ব্যক্ত করে বলেন, ‘পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার জন্য, পৌর পিতা কিংবা শাসক নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই। আওয়ামী লীগ এবং জনসাধারণের ভোটে উন্নয়নের প্রতীক নৌকা প্রতীকে আমি মেয়র হয়েছি। এখন থেকে সবসময় জনগণের কল্যাণে কাজ করব। আজীবন জনগণের কল্যাণেই কাজ করে যেতে চাই। আমি আপনাদের সকলের সহযোগিতায় সবধরনের নাগরিক সুবিধা সম্পন্ন একটি পৌরসভা গঠন করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন থেকেই শুরু করেছেন তিনি গণসংযোগ। নির্বাচনী পথসভাগুলোতেও ভোটারদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। এছাড়াও বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মো. ইব্রাহিম খলিল পেয়েছেন ৪২৪৫ ভোট এবং লাঙ্গল প্রতীকে মো. ফিরোজুল আলম পেয়েছেন ১৬৪ ভোট। এবারে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৪জন, ৯টি ওয়ার্ড থেকে ৪০জন সাধারণ কাউন্সিলর ও ১০জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। খাগড়াছড়ি পৌরসভায় এবারে মোট ভোটার সংখ্যা ছিল ৩৭ হাজার ৮৭জন। এর মধ্য পুরুষ ভোটার ২০ হাজার ৩৫১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৭৩৬ জন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর