শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় পৃথক স্থান হতে বৃদ্ধা নারী ও মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পৌর এলাকার বেড়িপোটল মহল্লা ও সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতেরা হলেন, কাজীপুর পৌর এলাকার বেড়িপোটল মহল্লার আব্দুল করিম বক্সের স্ত্রী ছামনা বেগম (৬০) ও সোনামুখী ইউনিয়নের স্থলবাড়ি গ্রামের শহীদ সরকারের ছেলে সিপন সরকার (২৩)। কাজীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, বুধবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
পরিবারের অভিযোগ ছামনা বেগম দীর্ঘদিন হলো পেটের ব্যথায় ভুগছিলেন। পেটের তীব্র ব্যথার কারনে সে আত্নহত্যা করেছে। তবে তিনি আত্নহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এসআই আব্দুল মতিন আরও বলেন, স্থলবাড়ি গ্রামের শহীদ সরকারের ছেলে সিপন সরকার মানসিক ভারসাম্যহীন।
সে আত্নহত্যা করেছে বলে পরিবারের দাবী। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। এটি হত্যা না আত্নহত্যা তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এদুটি ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।