মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া , প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচনে আগামী ১৬ জানুয়ারী ভোট গ্রহণ (ব্যালোটে) অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোট গ্রহণের দিন যতই এগিয়ে আসছে প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। তারা নতুন আকর্ষনীয় প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। আর মাত্র এক দিন পরেই এই পৌর সভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে পৌর সভার অলিতে গলিতে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। স্টলগুলিতে চায়ের কাপে চুমুকের পাশাপাশি পছন্দের প্রার্থীদের বিষয়ে আলোচনাও সমালোচনা চলছে সমান তালে প্রার্থীদের সমর্থকদের মধ্যে। তবে শান্তিপূর্ণ এই জনপদে শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ হবে বলে সচেতন মহল মনে করছেন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মো. রোকাব আলী দেওয়ান জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী সিডিউল অনুয়ায়ী ২য় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যা আগামী ১৬ জানুয়ারী তারিখে ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভোট গ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং অফিসার , সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান শেষ হয়েছে। সরেজমিন বুধবার ঘুরে দেখা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ডের অলিতেগলিতে প্রার্থীদের নির্বাচনী পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। প্রার্থীরা জোরেসোরে দল বেঁধে বা একাকী যে যেমনভাবে সুযোগ পচ্ছেন তারা তাদের মত করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুশল বা শুভেচ্ছা বিনিময় করে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীদের কেউ কেউ আগামী দিনে সংশ্লিষ্ঠ ওয়ার্ডের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা অব্যহত রেখেছেন।
জানা গেছে, এ পৌরসভায় সাধারণ ৯ কাউন্সিলর পদের বিপরীতে ২১ জন ও ৩ মহিলা কাউন্সিলর পদের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিন্দন্দ্বীতা করছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩শত ৩২জন। তার মধ্যে মহিলা ভোটার ৮ হাজার ৩ শত ৩৩ জন ও পুরুষ ভোটার ৭ হাজার ৯ শত ৯৯ জন। প্রসঙ্গত. মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোঃ গোলাম হাসনাইন রাসেল এর অন্য কোন প্রতিন্দন্দ্বী না থাকায় তাকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষনা করে প্রজ্ঞাপণ জারি করেছেন উপজেলা রির্টানিং অফিসার ও ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান।
CBALO/আপন ইসলাম