বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

ই-পেপার

লামা পৌরসভা নির্বাচনে মাঠ জরিপে এগিয়ে নৌকার প্রার্থী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১, ৯:৪২ পূর্বাহ্ণ

মোঃ নাজমুল হুদা,লামাঃ

বান্দরবান জেলার লামা পৌরসভায় আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে নির্বাচন। উক্ত নির্বাচন দিন ঘনিয়ে আসায় জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। বড় দুই দল বাংলাদেশ আ’লীগ ও জাতীয়তাবাদী বিএনপি’র প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির একক মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করছেন ।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দলীয় একক মনোনয়ন পেয়েছে ক্ষমতাসীন আ’লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম (নৌকা), জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীন (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেছেন, এটিএম শহীদুল ইসলাম (লাঙ্গল) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন নির্বাচনে সমানে সমানে প্রচারণা চালিয়ে যাচ্ছেন নির্বাচনে অংশ গ্রহনকারী মেয়র প্রার্থী ও তাদের সমর্থকরা। এখন পর্যন্ত নির্বাচনী এলাকার পরিবেশ সুষ্ঠ রয়েছে বলে জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তা। এদিকে স্হানীয়দের সাথে আলাপ করে জানা যায়, মেয়র জহিরুল ইসলামের সময়ে পৌরসভার যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা পূর্বে কখনও সম্ভব হয়নি। আসন্ন পৌরসভা নির্বাচনে আবারও নৌকার বিজয় নিশ্চত।

 

বর্তমান সরকারের আমলে পৌরসভার বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে পাশাপাশি পৌরবাসী হাতের কাছেই পেয়েছে তাদের সেবা। এখন পর্যন্ত এদিকে প্রচার প্রচারোনায় ব্যাপক এগিয়ে রয়েছেন, ক্ষমতাসীন দল আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি নেতাকর্মী নিয়ে রাতের ঘুম হারাম করে পৌরসভার আনাচে কাচানে ভোটাদের বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করছেন। সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের কারনে দলমত নির্বিশেষে সকলেই তাকে পৌরসভার উন্নয়নের ধারা বজায় রাখতে আবারো ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিএনপি’র একক প্রার্থী মো: শাহীন হলেও দলীয় কোন্দলের কারনে দলের স্থানীয় পর্যায়ের নেতার্মীরা নির্বাচনী প্রচারোনায় তেমন লক্ষ্য করা হয়নি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর