মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

ই-পেপার

পটুয়াখালী মির্জাগঞ্জে ২ সাংবাদিক সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৭ মে, ২০২০, ৪:৫৮ অপরাহ্ণ

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে উল্টো দিক থেকে আশা মোটরসাইকেলর ধাক্কায় জেলা সাংবাদিক কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাগন্জ প্রেসক্লাবের সদস্য দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মীর মাসুম বিল্লাহ এবং আজকের বার্তার উপজেলা প্রতিনিধি সিদ্দিকুর রহমান সহ দুই সাংবাদিক গুরুত্বর আহত হয়েছেন। জানাগেছে, গত ২২/৫/২০২০ ইং তারিখ ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামে হাওলাদার বাড়িতে ঢাকা থেকে আসা একব্যক্তির করোনা পজিটিভ হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার অই ঘর সহ মোট ৫টি ঘরকে লকডাউন করে দেন।তাদের খাদ্য,পানি এবং নিরাপত্তার ব্যবস্থা করেন তিনি।

গতকাল সোমবার ২৫/৫/২০২০ ইং তারিখ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন ঈদ সামগ্রী এবং খাদ্যসামগ্রী নিয়ে বেলা ১১টার সময় তাদের বাড়িতে উপস্থিত হন।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,মির্জাগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ফারুক খান, সভাপতি উত্তম গোলদার,সদস্য মীর মাসুম বিল্লাহ,মোঃ সিদ্দিকুর রহমান,ইউপি সদস্য মোঃউজ্জল ।

তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে উল্টা দিক দিয়ে দ্রুতগামী মোটরসাইকেল এসে ধাক্কা দিলে সাংবাদিক মীর মাসুম বিল্লাহ ও মোঃ সিদ্দিকুর রহমান গুরুত্বর আহত হন।তাদের মির্জাগঞ্জ উপজেলা হাস্পাতালে নিয়ে গেলে মীর মাসুম বিল্লাহর পায়ে তিনটি সেলাই ও বেন্টিস শেষে দুজনকেই বিশ্রামের জন্য পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর