সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন

ই-পেপার

ঠাকুরগাঁওয়ে কোচিং সেন্টারে জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১, ৮:১৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
করোনাকালীন ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনার দায়ে গোল্ডেন এডুকেয়ার নামে এক কোচিং সেন্টারের মালিককে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 ১২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা শহরের ঘোষপাড়া এলাকার গোল্ডেন এডুকেয়ার কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় তিনটি কক্ষে স্বাস্থ্যবিধি না মেনে শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করার সত্যতা পেলে জরিমানা করা হয়।
কোচিংয়ে তিনজন কলেজ পড়ুয়া ছাত্রসহ মালিক নিজেই শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন। অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনা করায় তাৎক্ষণিকভাবে কোচিং সেন্টারের মালিক মন্টু সরকারকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেন ভ্রাম্যমাণ আদালত। পরে নগদ ১০ হাজার টাকা দেন মন্টু সরকার।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী  অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, অবৈধ কোচিং বাণিজ্য পরিচলনায় একটি কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। পরবর্তীতে বন্ধ না থাকলে দেওয়া হবে জেল।
অন্যান্য কোচিং সেন্টারের মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ না করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আব্দুল্লাহ আল মামুন।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর