সংবাদ ডেস্ক: ফের নিজের গার্লস গ্যাংয়ের সঙ্গে সময় কাটালেন কারিনা কাপুর খান। কারিশমা কাপুর, মালাইকা অরোরা, অমৃতা অরোরাদের সঙ্গে জীবনের অন্যতম সেরা মুহূর্ত কাটালেন কারিনা কাপুর খান। বর্তমানে থার্ড ট্রাইমেস্টার চলছে কারিনা কাপুরের। করোনাকালে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও কারিনা যে বলিউডের অন্যতম ফ্য়াশনিস্তা হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন, তা বেশ স্পষ্ট। ফলে কারিনা যখনই বাড়ির বাইরে বের হচ্ছেন, তখনই তাঁকে দেখে জলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্য়াশ।
এদিকে বিরাট–আনুশকার জীবনে নতুন অতিথি হাজির হওয়ার পর থেকে তৈমুরকে একাধিক কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়তে হচ্ছে। জন্মের পর থেকে বিরুশকার সন্তান যেভাবে লাইমলাইট কেড়ে নিতে শুরু করেছে, তাতে তৈমুরের এবার কী হবে বলে অনেকে কটাক্ষ শুরু করেন।
এমনকি সোশ্যাল সাইট ভরে উঠতে শুরু করেছে বিভিন্ন ধরনের মিমে। যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে। যদিও বিরুশকার সন্তানের জন্মের পর তৈমুরকে নিয়ে একের পর এক মিম শেয়ার করা হলেও, তা নিয়ে মুখ খুলতে দেখা যায়নি সাইফিনাকে।