শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে জামায়াতে ইসলামী’র ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে জকিগঞ্জে এইচসিআই’র উদ্যোগে আধুনিক মাদরাসার উদ্বোধন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদত বার্ষিকী পালন করলো বিজিবি ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ ঘিরে বিতর্ক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বিতর্কিত ওসিকে প্রত্যারের দাবিতে সাংবাদিকদের  মানববন্ধন লামায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান 

কলারোয়া পৌরসভা নির্বাচন-২০২১ ৫-মেয়র ও ৫২-কাউন্সিলরের মধ্যে প্রতীক বরাদ্দ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১১ জানুয়ারি, ২০২১, ১০:০৬ অপরাহ্ণ

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা ব্যুরো প্রধান:

আসন্ন কলারোয়া পৌরসভা নির্বচানে ৫মেয়র ও ৫২ কাউন্সিলরের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান,‘নিয়ম অনুযায়ী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। এই প্রতীক পাওয়ার পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় চালাতে পারবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনী প্রচারণায় প্রার্থী ও সমর্থকদের শান্তিপূর্ণ পরিবেশ ও নির্বাচনী আচরণবিধি প্রতিপ্রালন করার আহবান জানান তিনি।

 

এবার কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯জন ও সংরক্ষিত আসনে (মহিলা) কাউন্সিলর পদে ১৩জন প্রার্থী। মেয়র পদের প্রতীক বরাদ্দ পাওয়া ৫জন প্রার্থী হলেন-আওয়ামীলীগের মনিরুজ্জামান বুলবুল (নৌকা), বিএনপি’র শরীফুজ্জামান তুহিন (ধানের র্শীষ), স্বতন্ত্র সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু (মোবাইল ফোন), আক্তারুল ইসলাম (নারিকেল গাছ) ও তার স্ত্রী নার্গিস সুলতানা (জগ)। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ৪জন, এরা হলেন-মেহেদী হাসান (টেবিল ল্যাম্প), এসএম মফিজুল হক (উটপাখী), জিএম শফিউল আলম (ডালিম), মো.আসাদুজ্জামান (পানির বোতল)।

 

২নং ওয়ার্ডে ৬জন, এরা হলেন-মো.তুহিন হোসেন (পাঞ্জাবি), আব্দুল হাকিম (গাজর), মো.সাইদুজ্জামান (পানির বোতল), এসএম কামরুজ্জামান বাবু (ব্লাক বোর্ড), শেখ বদিউজ্জামান (ডালিম), শেখ রবিউল ইসলাম (উটপাখী)। ৩নং ওয়ার্ডে ৪জন, তারা হলেন-আসাদ খাঁন (পাঞ্জাবি), এএসএম এনায়েতুল্লাহ খাঁন (ডালিম), মো.রফিকুল ইসলাম (উটপাখী), মো.মুজাহিদুল ইসলাম (পানির বোতল)। ৪নং ওয়ার্ডে ৪জন, এরা হলেন-মো.মাগফুর রহমান রাজু (পাঞ্জাবি), মো.মেজবাহ উদ্দীন (টেবিল ল্যাম্প), আমানুল্লাহ ((উটপাখী), মো.শরীফুজ্জামান (ডালিম)। ৫নং ওয়ার্ডে ২জন,এরা হলেন-সঞ্জয় সাহা (ডালিম) ও শেখ জামিল হোসেন (উটপাখী)। ৬নং ওয়ার্ডে ৪জন, এরা হলেন-মো.শফিউদ্দীন বিশ্বাস (পাঞ্জাবি), মো.আবু জাফর সরদার (ডালিম), মো.আলফাজউদ্দীন (উটপাখী) ও মো.আজহারুল ইসলাম (পানির বোতল)। ৭নং ওয়ার্ডে ৪জন, এরা হলেন-মো.জাহাঙ্গীর হোসেন (ডালিম), মো.আরিজুল মোড়ল (পাঞ্জাবি), মো.সাইদুর রহমান মল্লিক (পানির বোতল) ও মো.আজিজুর রহমান (উটপাখী)। ৮নং ওয়ার্ডে ৬জন, এরা হলেন-মো.মোস্তাফিজুর রহমান (টেবিল ল্যাম্প), গোষ্টচন্দ্র পাল (ব্রিজ), শেখ আব্দুস সাত্তার (পাঞ্জাবি), শেখ মাহফুজুর রহমান (উটপাখী), শেখ ইমাদুল ইসলাম (পানির বোতল), আবজাল হোসেন (ডালিম)। ৯নং ওয়ার্ডে ৫জন, এরা হলেন-মো.মোস্তাফিজুর রহমান (পাঞ্জাবি), মো.আকিমুদ্দীন দফাদার (ডালিম), মো.রুহুল কুদ্দুস (পানির বোতর), মো.শওকত হোসেন (টেবিল ল্যাম্প), মো.আব্দুল লতিফ সরদার ( উটপাখী)।

 

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছন ১, ২, ৩নং ওয়ার্ডে ৪জন, এরা হলেন-রেজওয়ানা আক্তার (বলপেন), মোছা.ফারহানা হোসেন( টেলিফোন), মোছা.সালমা আক্তার (চশমা) ও নাজমা বেগম (আনারস)। ৪, ৫, ৬নং ওয়ার্ডে ৪জন, এরা হলেন- মোছা.খালেদা আক্তার (চশমা), সন্ধ্যা রাণী বর্মণ (জবা ফুল), মোছা.সেলিনা পারভীন (টেলিফোন) ও মোছা.রেশমা খাতুন (আনারস)। ৭, ৮, ৯নং ওয়ার্ডে ৫জন, তারা হলেন-মোছা.শাহানাজ খাতুন ( আনারস), রুপা খাতুন (চশমা), দিথী খাতুন ( আংটি), হাসিনা আক্তার ( জবা ফুল) ও জাহানারা খাতুন (টেলিফোন)। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১,২৮০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,২৮৪ ও মহিলা ভোটার ১০,৯৯৬জন। আগামি ৩০ জানুয়ারী ৩য় বারের মতো কলারোয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর