মোঃ আব্দুল আজিজ:
পাবনার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজে সোমবার (১১ জানুয়ারি) ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি লটারি অনুষ্ঠিত হয়েছে । সরকার প্রদত্ত স্কুল এ্যডমিশন লটারী ম্যানেমে›সিস্টেম সফটওয়ার ব্যবহার করে এই ভর্তি লটারিতে যোগ্য শিক্ষার্থীদের বেছে নেওয়া হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম উন্মুক্ত মাঠে জনপ্রতিনিধি,অভিভাবক,শিক্ষার্থী,সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ভর্তি লটারির আয়োজন করেন।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানটির সভাপতি সৈয়দ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে প্রজেক্টরের মাধ্রামে ডিজিটাল লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো: কাওছার হাবীব, ভাঙ্গুড়া থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: সেলিম রেজা,সিনিয়র সাংবাদিক বিকাশ কুমার চন্দ,ডিডিএন নিউজের সম্পাদক ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, আলোকিত ভাঙ্গুড়ার সম্পাদক প্রভাষক আব্দুর রহিমসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
লটারির শুরুতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান ও অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। ডিজিটাল লটারী পরিচালনা করেন উপজেলার তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার মো. জাহাঙ্গীর আলম।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম জানান, ১২০ আসনের বিপরীতে ৩৫০জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছিল। এর মধ্যে বদলী জনিত সরকারি কর্মকর্তা,পোষ্য প্রতিবন্ধী,মুক্তিযোদ্ধা কোটা ১৪ % বাদে লটারিতে ১০৩ জন শিক্ষার্থী চুড়ান্ত বাছাই সম্পন্ন করা হয়েছে। এছাড়া ১১জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। আগামী সাত কর্মদিবসের ভিতরে নির্বাচিতদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার প্রতিষ্ঠানটির সভাপতি সৈয়দ আশরাফুজ্জামান বলেন,লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়াটি স্বচ্ছতা ও সুন্দরভাবে পরিচালিত হওয়ায় কারো কোনো অভিযোগ করার সুযোগ নেই।
CBALO/আপন ইসলাম