শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১১ জানুয়ারি, ২০২১, ৫:৩৭ অপরাহ্ণ

চলনবিলের আলো বার্তাকক্ষ: 

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন স্থানে সরিষা ক্ষেত থেকে বাণিজ্যিকভাবে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে সরিষা ক্ষেতের পাশে মৌবক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন তারা।

এ মৌসমে প্রায় কোটি টাকার মধু সংগ্রহ হবে বলে আশা করছেন মৌচাষিরা। মৗচাষিরা জানায়, প্রতি বছর ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন অঞ্চলের সরিষার ক্ষেত থেকে প্রায় কটি টাকার মধু সংগ্রহ করা হয়। প্রতি বছরের মতো এবারও যশোর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, নাটোরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৌচাষিরা এসে মধু সংগ্রহের জন্য সরিষা ক্ষেতের পাশে হাজার হাজার মৌমাছির বাক্স বসিয়ে দিন-রাত মধু সংগ্রহ করছে।

মৌচাষিরা প্রতিবছর ডিসেম্বর থেকেই মধু সংগ্রহের কাজ শুরু করেন। উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্নঞ্চলের দিগন্ত জোরা মাঠ হলুদের সমারোহে ভরে গেছে। সরিষা ক্ষেতের বিভিন্ন স্থানে বসানো হয়েছে সারিবদ্ধ ভাবে মৌমাছির বাক্স।

লাখলাখ মৌমাছি সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করছে। আট-দশ দিন পরপর ঐসব মৌমাছির বাক্স থেকে মধু সংগ্রহ করেন চাষিরা। প্রতিটি মৌমাছির বাক্সে প্রায় এক লাখ করে কর্মী মৌমাছি ও একটি করে রানী মাছি থাকে। রানী মাছি ডিম দেয়। সারাদিন মধু সংগ্রহকারী মৈামাছি গুলো সরিষার ফুলের মধু সংগ্রহে ব্যস্ত থাকে। প্রতিটি মৌমাছির বাক্স থেকে আট-দশ দিনপরপর ২৫-৩০ কেজি মধু সংগ্রহ হয়।

উপজেলার মল্লিকচক গ্রামের মৌ চাষি মো. ফারুক বলেন, ডিসেম্বর থেকে শুরু করে মে মাস পর্যন্ত সরিষার ফুলের মধু সংগ্রহ করা হয়। বছরের ছয় মাস তারা মধু সংগ্রহ করে, অন্য ছয়মাস মৌমাছি পালন করে। তিনি-চার জন কর্মচারী ও ২১০টি মৌবক্স নিয়ে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নেন পাটুলীপাড়া গ্রামের সরিষার ক্ষেতের মাঠে এসেছেন।

আবহাওয়া অনুকুলে থাকায় গত বছরের তুলনায় এবছর অনেক বেশি মধু সংগ্রহ হচ্ছে। বর্তমানে তারা মধু বিক্রি করছেন ৩০০ টাকা কেজি দরে।

উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুস্থির চন্দ্র সরকার জানান, এ উপজেলায় এ বছর ৫ হাজার ১২০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। মধু সংগ্রহের জন্য মৌচাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে। দেশে অনেক বেকার যুবক রয়েছেন। তারা সরকারিভাবে ট্রেনিং নিয়ে মৌচাষ করলে বেকারত্ব অনেক কমে যাবে এবং বেকার যুবকরা স্বাবলম্বী হতে পারবেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর