সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে এক বিধবা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হযরত আলী (৪০) নামে এক গ্রাম পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার নগর ইউনিয়নের পাঁচাবাড়িয়া গ্রামে হযরত আলীর নিজ বাড়ি থেকে স্থাণীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর সহায়তার ২৫০০ টাকা মোবাইলে এসেছে কি-না জানতে প্রতিবেশী গ্রাম পুলিশ হযরত আলীর কাছে যান ওই বিধবা নারী।
এদিকে গ্রাম পুলিশের বাসায় অন্য কোন লোক ছিল না। ফাঁকা বাড়িতে বিধবা নারীকে ধর্ষণ চেষ্টা চালায় হযরত আলী। এসময় ওই নারীর চিৎকারে স্থাণীয়রা এসে গ্রাম পুলিশ হযরত আলীকে হাতেনাতে ধরে ফেলেন। একই সাথে লম্পট গ্রাম পুলিশের বিচার দাবীতে বিক্ষোভ করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু বলেন, বিষয়টি আমার কাছে স্থানীয় ভাবে মিমাংসার অযোগ্য মনে হয়েছে তাই নির্যাতিতা বিধবা নারীকে থানায় মামলা করতে বলেছি। এখন থানা পুলিশ যেভাবে আইনগত ব্যবস্থা নিবে আমি তাতেই সম্মত আছি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বলেন,আমরা বিষয়টা বিভিন্নভাবে জানতে পেরে অভিযোগের অপেক্ষায় ছিলাম। নির্যাতিতা বিধবা নারীর অভিযোগের প্রেক্ষিতে গ্রাম পুলিশ হযরত আলীকে গ্রেফতার করা হয়েছে।