মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ব্লাস্ট ও লফসের জেন্ডার সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত ফরিদপুরে স্কুলছাত্রী হত্যা: ডিবি পুলিশের তদন্তে রহস্য উদঘাটন হিন্দু সম্প্রদায়ের মেয়ে হয়েও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি- আটোয়ারীতে বিএনপি নেতা নিপুন রায় চৌধুরী “প্রশাসনের কড়াকড়িতে স্বস্তি ভাঙ্গুড়ায়” দখলদার ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে বদলাচ্ছে চিত্র কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় দেবোত্তর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ বিক্ষোভ সলঙ্গায় ট্রান্সফরমার প্রতিস্থাপনে বিদ্যুৎস্পর্শে দিনমজুরের মৃত্যু নাগরপুরে ব্যাটমিন্টন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় প্রেমিকার সাখে দেখা করতে এসে গণধোলায়ের শিকার যুবক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১০ জানুয়ারি, ২০২১, ১১:০৫ পূর্বাহ্ণ

চলনবিলের আলো বার্তাকক্ষ: 

পাবনার ভাঙ্গুড়ায় জনৈক প্রেমিকার সাথে আজিজুল ইসলাম (২০) নামের এক যুবক গোপনে দেখা করতে আসলে স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পরে পুলিশে সোর্পদ করেছে। শনিবার (৯ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার পৌর সদরের ৯ নং ওয়াড়ের বিশ্বাস পাড়ায় এঘটনা ঘটে। আজিজুল উপজেলার খানমরিচ ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ও ঢাকায় একটি কোম্পানীতে সিকিউরিটি সহকারি হিসেবে কর্মরত।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পৌর সদরের বিশ্বাস পাড়ার জনৈক এক ব্যক্তির কলেজ পড়–য়া মেয়ের সাথে মোবাইল ফোনের সূত্র ধারে আজিজুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে প্রায় ৬ মাস পূর্বে মেয়ের পরিবারের লোকজন জানাজানি হলে উভয়কে সতর্ক করে দেন এবং মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখেন। এমতাবস্থায় ঘটনার দিনে রাত ১০ টার দিকে আজিজুল কাউকে কিছু না বলে গোপনে ওই জনৈক মেয়ের শয়ন কক্ষে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে থাকে। এমন সময় বাড়ির অন্য সদস্য ঘরে প্রবেশ করে খাটের নিচে লোক দেখে চিৎকার করতে থাকে। তখন আশপাশের জনতা এগিয়ে এসে আজিজুলকে আটক করে আগে গণধোলাই দিয়ে পরে ভাঙ্গুড়া থানা পুলিশের নিকট সোপর্দ করে।

আটককৃত আজিজুল ইসলাম বলেন, সে তার প্রেমিকার সাথে দেখা করতে এসেছে ভাঙ্গুড়াতে। কিন্তু সবাই তাকে ভুল বুঝে আটক করেছে। ওই জনৈক মেয়ের সাখে তার দীর্ঘ দিন ধরে মোবাইল ফোনের সূত্র ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলেও দাবী করেন।

ঘটনার বিষয়ে এএসআই কামরুল ইসলাম বলেন, স্থানীয় জনতার মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে হাজির হয়ে অভিযুক্তকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার ২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত থানায় কেহ লিখিত অভিযোগ দেয়নি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর