সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় প্রাণ কেন্দ্র অবস্থিত গোলোই আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। সোমবার জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পরামর্শক্রমে এ কমিটি গঠিত হয়। উক্ত কলেজ ছাত্রদলের কমিটিতে তুহিন ইসলাম জনিকে আহবায়ক ও আব্দুল কাদের জেনালী জুয়েলকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া সম্প্রতি সিংড়া উপজেলা ছাত্রদলের কমিটিতে শাহাদৎ হোসেন মিন্টুকে আহবায়ক ও সদস্য সচিব আমিনুল ইসলাম এবং পৌর ছাত্রদলের কমিটিতে মুক্তার হোসেনকে আহবায়ক ও উৎপল কুমারকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উল্লেখিত কলেজ ছাত্রদলের কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে সকল ইউনিট কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
CBALO/আপন ইসলাম