শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় ভাসুর কর্তৃক ধর্ষিত অত:পর বিষপানে আত্নহত্যা \ ধর্ষক ভাসুর গ্রেপ্তার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৪ জানুয়ারি, ২০২১, ৫:৩৫ অপরাহ্ণ

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ার কাকমারী বেরিবাধ গ্রামের স্বপন হোসেনের স্ত্রী রত্না খাতুন(২০)কে ভাসুর রঞ্জু কর্তৃক ধর্ষণ করে। এঘটনায় রত্না খাতুন সবার অজান্তে বিষপান করলে গত সোমবরা দিবাগত রাতে পাবনা সদর হাসপাতালে সে মারা যায়। এবিষয়ে আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা নং-০১।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলা মাজপাড়া ইউনিয়নের কাকমারী গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে স্বপন এর সাথে বিয়ে হয় কুমার গাড়ী গ্রামের হানিফ হোসেনের মেয়ে রত্না খাতুনের। বিয়ের পর থেকে রত্না খাতুনের ওপর স্বপনের বড় ভাই রঞ্জু (ভাসুর) মাঝে মধ্যেই কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু তার কুপ্রস্তাবে রাজী না হওয়ায় তাকে জোর পূর্বক ধর্ষণ করেন।

রত্না খাতুন লোক লজ্জার ভয়ে কাউকে না জানিয়ে অভিমানে সম্প্রতি বিষপান করলে প্রথমে তাকে মুলাডুলি একটি ক্লিনিকে ভর্তি করেন স্বপনের পরিবার। তার অবস্থা অবনতি ঘটলে সেখান থেকে পাবনা জেনারেল হাসপাতালে রত্না খাতুনকে স্থানান্তর করা হয়। ওইদিন রাতে কোন এক সময়ে রত্না খাতুনের মৃত্যু ঘটে। এঘটনায় ভাসুর রঞ্জুকে থানা পুলিশ গ্রেপ্তার করে জেলা হাজতে প্রেরন করেছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর