সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও ব্যবসায়ী নেতা আলহাজ্ব সিদ্দিক হোসেন খান।
শনিবার (২৬ শে ডিসেম্বর) আওয়ামী লীগ সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
আর এ বিষয়ে সিদ্দিক খান বলেন, “মধুপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এবং সেই সঙ্গে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগ সভাপতি, জাতির জনকের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ ও আমাদের মাননীয় সংসদ সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি এর প্রতি।
তিনি আরো বলেন, “আশা করছি মধুপুর পৌরবাসী আমাকে এবার মেয়র পদে নির্বাচিত করে আধুনিক পৌর শহর গড়ার সুযোগ করে দেবেন।