মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদ প্রার্থী কৃষক লীগের উপজেলা সহ-সভাপতি, এনায়েতপুর বঙ্গবন্ধু ক্লাব উপদেষ্টা ও এনায়েতপুর আশ্রয়ন প্রকল্প শেখ রাশেল ক্লাব সিনিয়র সহ-সভাপতি শ্রী তপন কুমার সাহা এলাকার উন্নয়ন মুলক কর্মকান্ড ছাড়াও সব শ্রেণী পেশার মানুষের জন্য নিবেদিত সেবক হয়ে কাজ করেছেন এবং করবেন। উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতী মহল্লার ব্যবসায়ী তপন কুমার সাহার পিতা প্রয়াত বিমল কৃষ্ণ সাহা একজন নির্বাচিত জন প্রতিনিধি হয়ে দীর্ঘদিন এলাকার উন্নয়ন আর মানুষের সেবায় কাজ করে গেছেন।
ব্যবসায়ী তপন কুমার সাহা করোনায় লকডাউন থাকা কালে এলাকার প্রায় ১৫শ পরিবারের মাঝে নিজ অর্থে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এ ছাড়াও এলাকার গরীব অসহায় পরিবারের মেয়েদের বিয়েতে অর্থ দিয়ে সহযোগীতা করেছেন। সারদীয় দুর্গাপুজা উপলক্ষে ১০ টি মন্দিরে অর্থ প্রদান করেছেন।
তপন কুমার সাহা জানান, আমি নির্বাচিত হলে এলাকার জনগনের মতামতে উন্নয়ন কাজ করবেন। মাদক মুক্ত,দুর্নীতি মুক্ত এলাকা গড়ে তুলবেন। একজন প্রকৃত জনসেবক হয়ে কাজ করবেন।