রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বৈশি^ক মহামারী করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘ দিন শিক্ষার্থীরা ঘরবন্ধি রয়েছে। ঘরবন্ধি থেকে উন্মুক্ত করার জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে বরিশালের গৌরনদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের হাইকিং এর মাধ্যমে পূর্ণমিলনী ও বিনোদনের আয়োজন করা হয়।
উপজেলার বার্থী ডিগ্রি কলেজের ইংরেজী প্রভাষক প্রশান্ত কুমার চক্রবর্তী এ উদ্যোগ গ্রহন করেন।
বার্থী ডিগ্রি কলেজের ইংরেজী প্রভাষক প্রশান্ত কুমার চক্রবর্তী জানান, সর্ম্পূন সামাজিক দুরত্ব বজায় রেখে দুই শতাধিক শিক্ষার্থীদের হাইকিং এর মাধ্যমে পূর্নমিলনীসহ, সবার সাথে বন্ধন তৈরি হয়েছে।
শুক্রবার সকাল সকাল ৮টায় টরকী হজরত মল্লিক দূত কুমার পীর সাহেবের মাজার থেকে হাইকিং শুরু করে প্র্রথমে চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে হাইকিং এর ১ম পর্ব শেষ হয়। পরবর্তীতে চাঁদশী বাজার হয়ে রাংতা, গৈলা বাজার হয়ে আগৈলঝাড়া বাইপাসএ পৌছানোয় হয়। বিকেলে নৃত্য, গান, কবিতা আবৃতি ও পুরষ্কার বিতারণ করা হয়। হাইকিং সফল করার জন্য সার্বিক সহযোগিতায় করেন শিক্ষক আব্দুল রহিম ও কাজী আসাদুজ্জামান।