মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
জেলা ম্যাজিষ্ট্রেট আদালত, যশোরের আদেশে নিজ জমিতে চাষাবাদের অধিকার বহাল পেলেন উপজেলার কামকুলের মোঃ তরিকুল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, বনগ্রামের এক প্রভাবশালী ভূমি দস্যুর ইন্ধনে কিছু দুষ্কৃতিকারী অবৈধভাবে জমির মালিক তরিকুলের ভোগকৃত জায়গা দখল করার অপচেষ্টা করে। এ ঘটনায় জমির মালিক আদালতের দারস্থ হলে আদালত দলিল-দস্তাবেজ যাচাই বাচাই করে প্রকৃত জমির মালিক তরিকুলের অনুকুলে জমি চাষাবাদের আদেশ প্রদান করেন।
আদালতের আদেশের(পি-৭৩২/২০) বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ঘৃণাভরে দাঙ্গাবাজ ভূমিদুস্যুদের ভৎসনা করে। এ বিষয়ে জানতে চাইলে জমির মালিক তরিকুল ইসলাম বলেন, আদালত পুনরায় আমাকে আমার জমিতে চাষাবাদের অনুমতি দিয়েছে। আদালতের আদেশের বিষয়ে অভয়নগর থানার ডিউটি অফিসার বলেন, আদালতের আদেশের কপি আমাদের হাতে এসেছে, আদেশে তরিকুল ইসলামকে তার জমিতে পুনরায় চাষাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
CBALO/আপন ইসলাম