পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা-দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭নভেম্বর) বিকাল ৫টার দিকে ঈশ্বরদী পৌর শহরের ৭নং ওয়ার্ড আমবাগান এলাকায় যুবদলের গোলঘর অফিসে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সদস্য ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান তাঁরা, পৌর যুবদলের নেতা ইনামুল হক জসিম শেখ, পৌর যুবদলের নেতা মনির শেখ, যুবদল নেতা জুয়েল সরদার, পৌর বিএনপির নেতা সাজ্জাদ হোসেন দুলাল, বিএনপি নেতা মো. চঞ্চল ব্যাপারী, যুবদল নেতা মো. সুমন হোসেন, যুবদল নেতা মো. রাজীব শেখ, মো. সোহেল রানা, মো. সুমন পরামানিক, যুবদল নেতা মো. শরিফ মোল্লা, মো. মুশফিকুর রহমান মিশনসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
মাহফিল পরিচালনা করেন পৌর ৭নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. জহুরুল ইসলাম জুঁই। দোয়া পরিচালনা করেন ঈশ্বরদী কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোহাম্মদ ওলিউল্লাহ।