শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আল ইখলাস মডেল মাদ্রাসায় বর্ণিল বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল(টাঙ্গাইল):
আপডেট সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১২:২০ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঠালতুলি বাজারে অবস্থিত আল ইখলাস মডেল মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠান। সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জমে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি প্রার্থী ও খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান।
তিনি শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “যে জাতি শিক্ষায় অগ্রসর, সেই জাতিই ভবিষ্যতে নেতৃত্ব দেয়। মাদ্রাসা শিক্ষার্থীরা একদিন দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ  ইব্রাহিম আবরার, তিনি  বলেন, “শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এমন প্রদর্শনী বড় ভূমিকা রাখে।”
এছাড়াও উপস্থিত ছিলেন,  স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, হামদ-নাত, চিত্রাঙ্কন, বিজ্ঞানের বিভিন্ন প্রজেক্ট ও সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শন করে। কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর