রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের উজিরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী মো. গিয়াস উদ্দিন বেপারীর সমর্থনে ব্যপক গণসংযোগ করেছে শিকারপুর সরকারী শের-ই-বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার দিনভর শিকারপুর সরকারী শের-ই-বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও উজিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল মাহামুদ আউয়াল খানের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতাকর্মীরা গণসংযোগ করেন। গণসংযোগকালে শিকারপুর বন্দর ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক করিম খান, যুবলীগ নেতা হারুন অর রশিদসহ অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে উজিরপুর বন্দরে নৌকা মার্কার প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রার্থী মো. গিয়াস উদ্দিন বেপারীর সাথে সৌজন্য সাক্ষাত করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমুখ।
CBALO/আপন ইসলাম