পাবনা প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে পাবনায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, মহাস্থান রেজিমেন্ট এর উদ্যোগে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট, মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। (২০’ডিসেম্বর) রবিবার সকালে সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা’র বিজ্ঞান চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ুন কবির মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল এ. কে. এম ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ, প্রফেসর মো. আহসান হাবিব, পাবনার অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট জাহিদ নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার ২/লে. মো. আনিছুর রহমান (বিএনসিসিও)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার ২/লে. মোহা. আবু সুফিয়ান সিদ্দিক (বিএনসিসিও), পিইউও আশরাফুন নাহার, সরকারি শহীদ বুলবুল কলেজ পাবনার পিইউও মো. আব্দুর রাজ্জাক, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার, পিইউও মো. রোকনুজ্জামান, পিইউও মো. জিয়াউর রহমান, পিইউও মো. রাসেল মোল্লা, পিইউও মো. ইসলাম আলী, সরকারি মহিলা কলেজ পাবনার পিইউও মিসেস হালিমা খাতুন, ঈশ্বরদী সরকারি কলেজ পাবনার পিইউও মো. আব্দুল্লাহ আল মামুন, শহীদ নুরুল হোসেন ডিগ্রী কলেজ, কাশিনাথপুর, পাবনার পিইউও মো. আব্দুর রহিম, এন এস সরকারি কলেজ, নাটোরের পিইউও সুমন আলী, আর এম একাডেমী স্কুল এন্ড কলেজ পাবনার, টিইউও মো. রফিকুল ইসলাম নয়নসহ বিএনসিসি’র অন্যান্য কর্মকর্তা ও ক্যাডেটবৃন্দ।
বিএনসিসি’র সুসজ্জিত ও চৌকস ক্যাডেটদের ব্যান্ড দলের পরিবেশনা ও ক্যাডেটদের সার্বিক অংশগ্রহণ জনসাধারনের মধ্যে সচেতনতা তৈরীতে ব্যাপক উৎসাহ তৈরী করে। এছাড়াও স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং এর কর্মসূচী অনুযায়ী ১৯ ডিসেম্বর ক্যাডেটদের নিয়ে পাবনা শহরের চারটি স্পটে গাছপাড়া, ট্রাফিক মোড়, পুলিশ লাইন মোড় ও বাস টার্মিনাল জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
CBALO/আপন ইসলাম