মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আসন্ন পৌরসভা নির্বাচনে দ্বিতীয় ধাপে গুরুদাসপুর পৌরসভায় আওয়ামীলীগ দলীয় প্রার্থী মনোনীত হয়েছেন দু’বারের নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ আলী।
শুক্রবার রাত ৮টার দিকে আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্পব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড তাকে তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন দেন। আগামী ১৬ জানুয়ারি গুরুদাসপুরে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র শাহনেওয়াজ আলী পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় এলাকায় নেতাকর্মি, সমর্থক ও আত্মীয় স্বজনের মধ্যে মিষ্টি বিতরণসহ আনন্দের জোয়ার বইছে।
CBALO/আপন ইসলাম