মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে ২০২১ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও নবম শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম বিষয়ক অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক আক্কাছ আলী শেখ, প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক তারেক আনোয়ার, শিক্ষা অধিদপ্তরের সহকারি প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, নির্বাহী প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদী, গুরুদাসপুর সরকারি পলিটেকনিকের অধ্যক্ষ মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকতা মো. হাফিজুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন- সারাদেশে ১০০টি উপজেলায় কারিগরি শিক্ষার সুযোগ দিয়েছে সরকার। এরমধ্যে গুরুদাসপুরে সেই সুযোগ রয়েছে। বেকারত্বের বোঝা দুর করতে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে সকল শ্রেণিপেশার মানুষকে আহ্বান জানান বক্তারা।
CBALO/আপন ইসলাম