মেহেদী হাসান মিলন বিশেষ প্রতিনিধি চাটমোহর:
পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বহরমপুর গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন “তারুণ্যের আলো” এর পক্ষ হতে ৩০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপহার হিসাবে ছিল চাউল ৫ কেজি,ডাউল ১ কেজি, আলু ১ কেজি, তেল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, লবণ ১ কেজি, সেমাই ১ প্যাকেট, চিনি ১ কেজি ও সাবান একটি।
তারুণ্যের আলো এর এ উদ্যোগে সহযোগিতা করেন বহরমপুর গ্রামের কয়েকজন তরুণ চাকরিজীবীগন। উল্লেখ “তারুণ্যের আলো” উদ্যোগে এর আগে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে কর্মহীন হয়ে পড়া কিছু মানুষের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ করে। এ বিষয়ে “তারুণ্যের আলো” এর সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান নূর বলেন, এই ঈদের সময় আমরা ভালো-মন্দ খাবো আর অসহায় মানুষ গুলো কিছুই পাবে না!
এটা আমাদের বিবেককে নাড়া দেয় তাই স্থানীয় চাকরিজীবীদের সহায়তায় আমাদের সাধ্যমত কিছু মানুষের ঈদের বাজার করে দেয়ার চেষ্টা করেছি।