কে,এম আল আমিন :
আসছে ঈদ,বইছে আনন্দ। প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী দায়িত্ব, অক্লান্ত পরিশ্রম আর নিরলস সেবা দানের জন্য এবারে পুলিশ বাহিনীর সদস্যরা পরিবার পরিজন নিয়ে সেই আনন্দ করতে পারছেন না। তাই তারা নিজেরা সেই ঈদের আনন্দ আর খুশি স্থানীয় জনগন,গরীব,দু:খী ও অসহায়দের মধ্যে বিলিয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাই মানবিক পুলিশ সুপার জনাব শহিদ উল্লাহ্,হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়ার তত্বাবধানে, সহকারী পুলিশ সুপার জনাব মো: রায়হান ইবনে রহমান ও মো: আব্দুল কাদের জিলানী,অফিসার ইনচার্জ ( ওসি) গোবিন্দগন্জ হাইওয়ে থানা,গাইবান্ধা ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায়, দু:স্থ ও গরীবদের মাঝে ঈদ উপহার সামগ্রী সেমাই,চিনি,দুধ,পোলার চাউল,সাবান বিতরন করেন।
রবিবার গোবিন্দগন্জ হাইওয়ে থানা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে অসহায়দের মাঝে এ সব ঈদ উপহার সামগ্রী বিতরন করেন। বিতরণ কালে পুলিশ সুপার জনাব শহিদ উল্লাহ্ বলেন, দেশে মহামারী করোনার এই ক্লান্তি লগ্নে অভাবীদের পাশে সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। রাস্তায় অহেতুক ঘোরাফেরা না করে সরকারি নির্দেশ মেনে ঘরে থাকুন।
সামাজিক দুরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজে শুধু বাইরে চলাচল করুন। প্রাণঘাতী এ ভাইরাস থেকে মুক্তি পেতে পরিশেষে তিনি মহান আল্লাহ পাকের অশেষ রহমত ও সকলের সহযোগীতা কামনা করেন।