কে,এম আল আমিন :
ইংল্যান্ডের বিখ্যাত উইনজার ইটন কলেজের স্কলারশিপ পেয়ে ভর্তি সহ লেখাপড়া করার সুযোগ পেল সাংবাদিক দৌহিত্র মাহমুদুর রহমান রাফসান। সে সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরের মরহুম সাংবাদিক,দৈনিক করতোয়ার সাবেক প্রতিনিধি সাইদুর রহমানের দৌহিত্র ও ইংল্যান্ডে বসবাসরত মোঃ খুরশিদুর রহমান (রুমন) ও মোহসিনা নাজনীন নোভার বড় ছেলে তুখোড় মেধাবী মাহমুদুর রহমান রাফসান। এ বছর উইনজার ইটন কলেজের স্কলারশিপ পেয়ে ২০২১ সালে ভর্তির জন্য বিবেচিত হয়েছে।
অত্র কলেজ থেকে ইংল্যান্ডের সর্বোচ্চ মেধাবী ১২ জন ছাত্রকে স্কলারশিপ দিয়ে ভর্তি করা হয়।উল্লেখ্য, ১৪৪০ সালে প্রতিষ্ঠিত এ কলেজে ইংল্যান্ডের রয়েল ফ্যামিলির ছেলেরা লেখাপড়া করে। এই কলেজের প্রায় ২০ জন ছাত্র ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন। তুখোড় মেধাবী মাহমুদুর রহমান রাফসান ও তার বাবা-মা সকলের নিকট দোয়া চেয়েছেন।
CBALO/আপন ইসলাম