আটায়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
“মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দূর্বার” স্লোগান নিয়ে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ(৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের নব নির্মিত ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৫ ডিসেম্বর) দুপুরে ফিতা কেটে ও ফলক উম্মোচন করে ভবনের শুভ উদ্বোধন ঘোষনা করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদ, পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে স্লোগানের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। অতিরিক্ত কৃষি অফিসার নুর জাহান খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, পঞ্চগড় গণপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাঃ জাহিদ হাসান, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ(৩য় পর্যায়) ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ সাইফুল আলম প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, উপজেলা কৃষি দপ্তর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সুধিজনসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
CBALO/আপন ইসলাম