কামরুজ্জামান কানু,জামালপুর:
জামালপুর জেলার দেওয়ানগন্জ চুকাইবাড়ী ইউনিয়নে সাজেদা ফাউন্ডেশনের উদ্দোগে”এক”শত হতদরিদ্র ও বন্যাত্বদের মাঝে মুরগী, সাক সবজীর বীজ বিতরন করেছেন। ১৫-ডিসেম্বর সকাল ১০ টায়, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরন করা হয়। উক্ত বিনামূল্যে মুরগী, সবজী বীজ বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন সেলিম খান চেয়ারম্যান চুকাইবাড়ী ইউনিয়ন। এসময় উপস্তিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের প্রোগ্রাম কডিনেটর লুৎফর রহমান, সুরুজ্জামান মধু, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, তোফাজ্জল হোসেন খোকা সভাপতি বাংলাদেশ আওয়ালীগ চুকাইবাড়ী ইউনিয়ন শাখা, নিদানু মণ্ডল নিজাম, তমছের, রবিউল ইসলাম মন্নি, সাকিবুল হাসান সজিব,মকছেন আলী প্রমুখ। সাজেদা ফাউন্ডেশনের উদ্দোগে এক শত পরিবারের মাঝে মুরগী, সাক সবজীর বীজ বিতরনের আর্থিক সহযোগিতায় – HSBC Trustee Hong Kong Ltd বাস্তবায়নে,সাজেদা ফাউন্ডেশন।
CBALO/আপন ইসলাম