মোঃ কামাল হোসেন অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলায় ট্রাকের টায়ার পরিবর্তনের সময় বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বেঙ্গলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সবুজ হোসেন (২৭)। তিনি ট্রাকটির হেলপার। নিহত সবুজ হোসেনের ভাই স্বাধীন ও ট্রাকচালক আতিকুর রহমান জানান, টায়ার পরিবর্তনের সময় সেটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সবুজ হোসেন মারা যান। নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন চৌধুরী জানান, নিহত হেলপারের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
CBALO/আপন ইসলাম