রকিবুল ইসলাম, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে আলোর মিছিল করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’।সোমবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় থেকে একটি আলোর মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে, শহীদ স্মৃতি স্তম্ভে জলন্ত মোমবাতিগুলো রেখে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে বিকেলে একই স্থানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এ্যাড. আব্দুল বারী।
এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক এম এম রাসেল,উপদেষ্টা কবি আতাউল হক সিদ্দিকী, অবসর প্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, সাংবাদিক কায়েস উদ্দিন, শহীদ পরিবারের সদস্যসহ শহরের বিশিষ্ট ব্যাক্তিরা আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে নওগাঁর ৩০ জন বুদ্ধিজীবীর তালিকা তুলে ধরে দ্রুতই তাদের জাতীয় স্বীকৃতি দেয়ার দাবী জানান বক্তারা।
CBALO/আপন ইসলাম