রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
যথাযোগ্য মর্যাদায় নগরীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভে পূস্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন সড়কের শহীদ মুক্তিযোদ্ধা নাম ফলক স্তম্ভে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রথমেই গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। পরে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর পরপরই মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইনের নেতত্বে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা পুস্পার্ঘ অর্পণ করেন। এছাড়াও মহানগর বিএনপির পক্ষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা পুস্পার্ঘ অর্পণ করেন।
CBALO/আপন ইসলাম