কামরুজ্জামান কানু,জামালপুর:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মায়ের করা অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১২ ডিসেম্বর বিচারক ও উপজলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা আনোয়ার হোসেন (২৬) নামে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেনের বাড়ি উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামে।
জানা গেছে, বিনোদরচর গ্রামের রুহুল আমিনের ছেলে আনোয়ার হোসেন মাঝেমধ্যে মাদকদ্রব্য কেনার জন্য তার মার কাছে টাকা চান। তার মা টাকা দিতে অস্বীকার করলে গালিগালাজ ও মারধর করেন। এ বিষয়ে ১২ ডিসেম্বর মনোয়ারা বেগম তার ছেলের বিরুদ্ধে বকশীগঞ্জ ইউএনও’র কাছে অভিযোগ দিলে বিকালে বিনোদরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত ছেলে আনোয়ার হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও মুন মুন জাহান লিজা।
CBALO/আপন ইসলাম