শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আটোয়ারীতে মুজিব বর্ষ উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ১০:১৮ পূর্বাহ্ণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে মুজিব বর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ এর আওতায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রবিবার ( ১৩ ডিসেম্বর)বিকেলে আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ছাত্রীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত আলোচনায় পরামর্শ ও উপদেশমুলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ মহল। বক্তারা মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা দেখে প্রশংসা করে বলেন, আজকের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী মেয়েরা পড়ালেখার পাশাপাশি খেলায় একটু মনোযোগি হলে একদিন জাতীয় পর্যায় হতে আন্তর্জাতিক পর্যায়ে পৌছাতে পারবে আশা করা যায়।

 

আলোচনা শেষে প্রতিযোগিতায় রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজয়ী দলকে চ্যাম্পিয়ান ও আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলকে রানার্স আপ ঘোষনা করে পুরস্কার হিসেবে দু’দলকে ট্রফি প্রদান করা হয়। শ্রেষ্ঠ খেলোয়াড় সহ অন্যান্য খেলোয়াড়দের শুভেচ্ছা পুরস্কার , খেলা পরিচালনাকারীদের শুভেচ্ছা স্মারক এবং প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর