শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

ই-পেপার

শিক্ষিত দুর্নীতিবাজের চেয়ে অল্প শিক্ষিত মেয়রই ভাল-প্রতিমন্ত্রী পলক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ১০:১০ পূর্বাহ্ণ

মোঃ এনামুল হক বাদশা,সিংড়া প্রতিনিধিঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, দীর্ঘ ১৬ বছর সিংড়া পৌরসভার মানুষ উন্নয়ন বঞ্চিত ছিল। সেই উন্নয়ন বঞ্চিত পৌরসভাকে মাত্র সাড়ে ৪ বছরে আলোকিত করেছে মেয়র ফেরদৌস। করোনা-বন্যায় অসহায় মানুষের মাঝে ছুটে গিয়েছে। আজ পৌরসভায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। দুর্নীতিবাজদের চেয়ে একজন অল্প শিক্ষিত মেয়র অনেক ভাল। মুজিব শতবর্ষ উপলক্ষে রবিবার বিকেল ৫টায় সিংড়া বাস টার্মিনালে পৌরসভার গুরুত্বপূর্ণ ১০ পয়েন্টে ২১টি সিসিটিভি স্থাপন ও ১০টি ফ্রি ওয়াই-ফাই জোন এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

 

পলক আরো বলেন, এখন ডিজিটাল বাংলাদেশ আর স্বপ্ন নয় বাস্তবতায়। ডিজিটালের কারণে দেশ এগিয়ে গেছে, জনগণের সুযোগ সুবিধা বেড়েছে। এতে দুর্নীতি ও হয়রানি কমেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ওহিদুর রহমান শেখ, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল প্রমূখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর