মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার আসন্ন নির্বাচনে রোববার অবধি কাউন্সিলর পদে মোট ৩৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৯ জন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিল পদে ২৫ জন মনোনয়ন ফরম তুলেছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে আরো জানা যায়, মনোনয়ন ফরম বিতরণ শুরু থেকে আজ রোববার পর্যন্ত পৌরসভার সংরক্ষিত তিনটি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডের তিন জন করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এছাড়া সাধারণ ১ নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৪ নং ওয়ার্ডে ১ জন, ৫ নং ওয়ার্ডে ৪ জন, ৬ নং ওয়ার্ডে ২ জন, ৭ নং ওয়ার্ডে ৪ জন, ৮ নং ৪ জন ও ৯ নং ওয়ার্ডে ৩ মনোনয়ন ফরম তুলেছেন। পৌরসভার ৪ নং ওয়ার্ডে আজ রোববার অফিস চলাকালিন পর্যন্ত কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। আগামী ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি মাসের ২০ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন বলে জানানো হয়।
CBALO/আপন ইসলাম