সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
নাটোরে মালবাহী ট্রেনের কাটা পড়ে আনুমানিক চল্লিশ বছর বয়সী অজ্ঞাত নামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নাটোর রেলওয়ে স্টেশনের ম্যানেজার অশোক চক্রবর্তী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে আটটার দিকে পার্বতীপুর থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেন নাটোর স্টেশন অতিক্রম করছিল। এসময় স্টেশন এলাকায় বিচরণ করা ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রেল লাইন পার হতে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে সান্তাহার রেলওয়ে পুলিশের একটি উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে সান্তাহারে নিয়ে গেছে।
CBALO/আপন ইসলাম