শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

পাবনার আমিনপুরে জিয়ের জলায় বিষ প্রয়োগে ৩০ লক্ষ টাকার মাছ নিধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৮:২৫ অপরাহ্ণ

মামুন হোসেন পাবনা প্রতিনিধি:

পাবনার আমিনপুরে গাজনার বিলে জিয়ের জলায় বিষ প্রয়োগে ৩০ লক্ষ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা বলে স্থানীদের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, পাবনার গাজনার বিল অধ্যুষিত জিয়ের জলায় দির্ঘদিন যাবৎ স্থানীয় মৎসজীবিরা মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিল। বিলের পানি শুকিয়ে গেলে সব মাছ জিয়ের জলায় অভয় আশ্রমের ন্যায় সংগৃহিত থাকে। এ শুকনো মৌসুমে মৎসজীবিরা মাছ সংগ্রহ করতে পরিকল্পনা করছে। এ বছরে বিপুল পরিমান দেশীয় মাছ পাওয়া যাবে এমন প্রত্যাশা অনেক মৎসজীবির। এ মাছ বিক্রয়কৃত অর্থ তাদের জীবন জীবিকা চলে ৬মাস। আর শুকনা মৌসুমে মাঠে কৃষিকাজ করে বাকী জীবন চলে তাদের। কিন্ত সে চিন্তাধারাকে নস্যাৎ করে শনিবার ভোর রাতে দূর্বৃত্তরা রাতের আঁধারে বিষ প্রয়োগ মাধ্যমে রানীনগর তেঁতুল গাছের ভিটা নামক স্থান থেকে বাদাই নদী পর্যন্ত ৭ কিলোমিটার দৈর্ঘ্যের ৪০ একর জলাশয়ের প্রায় ৩০ লক্ষ টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। যার ফলে স্থানীয় মৎস্যজীবিরা পথে বসে গেছে।

রানীনগর ইউনিয়নের চিত্র হালদারের ছেলে মশির হালদার (২৮) জানান, আমরা বাব দাদার আমল থেকে এ জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। বিষ প্রয়োগে মাছ নিধনের ফলে পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছি।

স্থানীয় মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ খান রতন বলেন, দূর্বৃত্তদের বিষ প্রয়োগের ফলে স্থানীয় মৎসজীবিরা খুবই ক্ষতির সন্মুখিন হয়েছে। তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে সেটা অবশ্যই দুঃখজনক। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে মাছের চাহিদা ঠিক রাখার জন্য।

এ ঘটনায় আমিনপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর