শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বরিশাল বিভাগে একযোগে সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ মিছিল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৬:৩৭ অপরাহ্ণ

রুবনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বরিশাল বিভাগে একযোগে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে প্রতিবাদ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় একযোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা।

“জাতির পিতার সম্মান রাখবো আমরা অম্লান” শ্লোগান নিয়ে বরিশাল বিভাগ ও জেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে নগরীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. অমিতাভ সরকার। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম, বরিশাল বিভাগীয় স্পেশাল জজ মোঃ মহসিনুল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. নুরুল আলম, বিভাগীয় তথ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এরপূর্বে নগরীর সার্কিট হাউস থেকে প্রতিবাদ মিছিল বের করে অশি^নী কুমার টাউন হলে সমাবেশস্থলে যোগ দেয় সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা।
একইসময় জেলার গৌরনদীতে উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন।

 

শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স, কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান, সহাকারী শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জী, নাদিরা আফরিন, ওসি আফজাল হোসেন, ওসি তদন্ত তৌহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর