শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

ই-পেপার

নাটোরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ৩:৫১ অপরাহ্ণ

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সমাবেশ করেছে নাটোর জেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। “জাতির পিতার সন্মান রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্য কে সামনে রেখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে দশটার দিকে নবাব সিরাজ-উদ-দৌলা সরকরি কলেজ অডিটোরিয়ামে নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহ্ রিয়াজ এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদ উদ্দিন, সিভিল সার্জন কাজী মিজানুর রহমান, জেলা দায়রা জজ আবদূর রহমান সরদার, চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট হাবিবুর রহমান সিদ্দিকি, উপ পরিচালক স্থানীয় সরকার গোলাম রাব্বি,

 

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেব প্রমুখ। এ সময় বক্তারা বলেন,বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ থাকতো না। আমরা বাংলায় কথা বলতে পারতাম না,স্বাধীনভাবে চলতে পারতাম না। যার জন্য বাংলাদেশের সৃষ্টি তার সন্মান রক্ষা করতে আমরা কাজ করেছি,করছি এবং করবো। এ সময় জেলার সকল স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর