চলনবিলের আলো বার্তাকক্ষ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সম্মান অক্ষুন্ন রাখার দৃঢ় প্রত্যয়ে পাবনার ভাঙ্গুড়া উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সমাবেশ করেছে। শনিবার সকালে মুক্তিযোদ্ধা হোসেন আলী মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিতহয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান।
ভাস্কর্য বিরোধী অপতৎপরতা ও জাতির পিতার বিরুদ্ধে কুরুচি পুর্ণ কোন মন্তব্য বরদাস্ত করা হবেনা মর্মে অঙ্গীকার বদ্ধ হয়ে সমাবেশে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার এনামুল হক,সহকারী কমিশনার (ভুমি) কাওসার হাবীব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম ও ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান তার বক্তব্যে বলেন, জাতির পিতার বিরুদ্ধে কোন মন্তব্য এবং তার বিপক্ষে অবস্থান নিয়ে পরিচালিত যে কোন অপতৎপরতা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমরা বরদাস্ত করবোনা। যে কোনো মূল্যে তা প্রতিহত করবো। একই সঙ্গে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধ পরিকর বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, অশুভ গোষ্ঠীর চক্রান্ত প্রতিহত করতে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত রয়েছে। তিনি অপতৎপরতা কারীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়ে আরো বলেন, জাতির পিতার বিরুদ্ধা চরণ কারীদের দমনে আইনি ব্যবস্থা সংবিধানেই উল্লেখ রয়েছে। সমাবেশে উপজেলা পর্যায়ে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীরা যোগদান করেন।
CBALO/আপন ইসলাম