শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

আটোয়ারী থানায় পুলিশের বদলী জনিত বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০, ১০:১৬ পূর্বাহ্ণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী থানার আয়োজনে আনুষ্ঠানিকভাবে পুলিশের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার ( ১১ ডিসেম্বর) সন্ধায় থানার অফিস রুমে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন। এসআই দীপেন্দ্র নাথ সিংহের সঞ্চালনায় বিদায়ী পুলিশ অফিসার এসআই মোস্তাফিজুর রহমান ও বিদায়ী কনস্টেবল আতিকুল ইসলামের উদ্দেশ্যে পরামর্শমুলক বক্তব্য রাখেন ওসি (তদন্ত) দুলাল উদ্দীন। আটোয়ারী থানা পুলিশের আয়োজনে পুলিশের বদলীজনিত বিদায় সংবর্ধনার মত মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। তিনি বলেন, আজকে আটোয়ারী থানা হতে এমন একজন পুলিশ অফিসারকে বদলী জনিত বিদায় সংবর্ধনা জানানো হচ্ছে, যিনি সম্প্রতি হারিয়ে যাওয়া বেশকিছু মোবাইল ফোন, বিকাশের খোয়া যাওয়া টাকা, হারিয়ে যাওয়া ছেলে-মেয়ে উদ্ধার করে আটোয়ারীতে চমক সৃষ্টি করেছেন।

 

আবেগ আপ্লুত হয়ে বিদায়ী পুলিশ অফিসার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, প্রাইমারী স্কুলে যেভাবে লেখাপড়া করে শিক্ষা লাভ করা হয়- ঠিক সেভাবেই আমি আটোয়ারীতে প্রাইমারী স্কুলের মত অনেক কিছু শিখতে পেরেছি। আমার এ শিক্ষার শিক্ষক হলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন স্যার,আমি তার কাছে চিরকৃতজ্ঞ । তিনি বলেন, আমি যত উদ্ধার কাজে সফল হয়েছি, প্রতিটি কাজে ওসি ইজার উদ্দীন স্যারের দিক নির্দেশনা মতে করা হয়েছে এবং তিনিই আমাকে সাহস দিয়েছেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসআই রাশেদুজ্জামান, এএসআই মিজানুর রহমান, কনস্টেবল কামরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী পুলিশ অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ও কনস্টেবল মোঃ আতিকুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে আটোয়ারী থানার সকল পুলিশ অফিসার, কনস্টেবল সহ আটোয়ারী প্রেস ক্লাব ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর