রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জাপা’র সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন নান্নুর রুহের মাগফেরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব পোস্ট অফিস রোডস্থ জেলা জাপা’র কার্যালয়ে জাতীয় পার্টি ঝালকাঠি সদর উপজেলা শাখার আহ্বায়ক এড. মো: আব্দুল আলীমের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সদস্য একেএম বেলায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাপা’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি আলহাজ্ব বজলুর রহমান, প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা এড. আলহাজ্ব আনোয়ার হোসেন আনু, বিশেষ অতিথী ছিলেন জেলা কমিটির সদস্য সচিব আলহাজ্ব মাহাবুবুর রহমান, ঝালকাঠি সদর উপজেলার সভাপতি মো: আনোয়ার হোসেন তালুকদার, জেলা জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু শহিদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন যুব সংহতির জেলা সাধারণ সম্পাদক মো: ইউনুস হাওলাদার, শ্রমিক পার্টির জেলা সাধারণ সম্পাদক মো: আবুল বাশার আদুসহ জাপা ও অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। সভায় বক্তারা বলেন, জাপা’র সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন নান্নু একজন দক্ষ সংগঠক ও সাদা মনের মানুষ ছিলেন। তিনি সংগঠনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।
CBALO/আপন ইসলাম