ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্দোগে শুক্রবার ১১ই ডিসেম্বর নান্দাইল মুক্ত দিবস পালিত হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় পুষ্প স্তবক অর্পণে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া, নান্দাইল মডেল থানার ওসি তদন্ত মো. আবুল হাসেম, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, অরবিন্দ পাল অখিল, রবিউল আলম ফরাজী, মুক্তিযোদ্ধার সন্তান আহসান কাদের মাহমুদ (কাদের ভুইয়া), প্রেসক্লাব নান্দাইলের সাধারন সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হান, নান্দাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনামুল হক বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, রফিকুল ইসলাম রফিক, শাহজাহান ফকির, আবুল খায়ের হিমেল, আবু হানিফ সরকার, রিপন প্রমুখ। পরে হাফেজ শহীদ মিয়ার পরিচালনায় শহীদের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
CBALO/আপন ইসলাম