মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রোববার বেলা এগারোটায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান ভুইয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাখুয়া গ্রামের হাফিজুর রহমানের বাড়ী পরিদর্শন এবং খাদ্য ও পোষাক সামগ্রী দেন। তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে এ সহায়তা দেওয়া হয়।
এ সময় তার সাথে সদর উল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালেক, ইউপি সদস্য আমিনুজ্জামান অলক উপস্থিত ছিলেন। জানা যায়, গতকাল শনিবার সকালে হাফিজুর রহমানের বসতবাড়ীতে অগ্নিকান্ডে মোটা অংকের নগদ অর্থসহ বসতঘর ও আসবাব পত্রাদি পুড়ে যায়। এতে ক্ষয় ক্ষতির পরিমান প্রায় তিন লাখ টাকা বলে জানা যায়।