শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :

লামায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সম্পন্ন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ১১:০৩ পূর্বাহ্ণ

মোঃ নাজমুল হুদা,লামাঃ

বান্দরবানের লামায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ(৬-৮) সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর,২০ ইং) সকালে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ/২০২০ এর শেষ দিনে সরই ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বিশেষ কিশোর -কিশোরী সমাবেশের আয়োজন করা হয়। এতে লামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বান্দরবান এর উপ-পরিচালক ডাঃ অং চালু মহোদয়।

 

আরো পৃথক কর্মসূচিতে অংশ নেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নারীনেত্রী ফাতেমা পারুল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহবাজ,সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ কামালুদ্দীন,লামা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা প্রমুখ। শেষ দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন UNFP এর জেলা প্রতিনিধি ধনরঞ্জন ত্রিপুরা। অন্যান্য দের মধ্যে উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদুল আলম, ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি নুরুল আলম সহ জেলা উপজেলার সংশ্লিষ্ট কার্যালয় এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

 

সূত্রে জানায়,“ করোনাকালে অনাকাংখিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা গ্রহন করি” এই স্লোগানকে সমুন্নত রেখে বান্দরবানে লামা উপজেলা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ ( ৬-৮ ডিসেম্বর) উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং,মা সমাবেশ, করোনার স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। সর্বশেষ সরইতে সমাবেশে ২৪/৭ সেবা পেতে ১৬৭৬৭ নাম্বারে কল করতে উৎসাহ দেয়া হয়। কিশোর কিশোরী দের বয়সন্ধিকালীন সমস্যা নিয়ে আলোচনা সহ পারস্পরিক সৌজন্যতা রেখে সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের পরামর্শ দেয়া হয়। এছাড়াও বাল্য বিবাহ রোধে কৈশোর কালীন সময় থেকেই নিজেদের সচেতনতা সৃষ্টি করাটা অতীব জরুরী বলে অবহিত করেন বক্তারা। করোনাকালে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে কল্পে এগিয়ে আসার আহবান জানান প্রধান অতিথি। পরিশেষে, উপস্থিত কিশোর কিশোরীদের মাঝে স্যানেটারী ন্যাপকিন প্যাড, মাস্ক, হাত ধোয়ার সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর হয়।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর